এমপি লিটন হত্যা : সুন্দরগঞ্জে ৩ দিনের শোক


প্রকাশিত: ০২:৪১ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গুলি হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলায় তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির ঘোষণা দেয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া তিনদিনের শোক কর্মসূচির মধ্যে রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও দোয়া-মাহফিল।

এছাড়া দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করবেন। বিক্ষোভ শেষে সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে এক প্রতিবাদ অনুষ্ঠিত হবে।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে উপজেলা আওয়ামী লীগ তিনদিনের শোক কর্মসূচির আয়োজন করে।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। পরে এমপি লিটনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে রোববার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

জিল্লুর রহমান পলাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।