চিকিৎসকরা দেবতার ছায়া : বিএমএ’র সভায় বক্তারা


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

কক্সবাজারে দীর্ঘ একযুগ ধরে চিকিৎসা পেশা অমানবিকতার আবরণে ঢেকে গেছে উল্লেখ করে সিভিল সার্জন ও বিএমএ কক্সবাজারের সভাপতি ডা. প চ নু বলেছেন, জীবন নিয়ে জন্মালে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা নিশ্চিত। কিন্তু জীবন-মৃত্যুর মাঝখানে নানা কারণে শরীর কার্যক্ষমতা হারাতে পারে।

এসময় রোগ সারাতে চিকিৎসকদের কাছেই ছুটে আসে মানুষ। আন্তরিক আচরণ ও সেবায় রোগ সারে বিধায় চিকিৎসককে দেবতার ছায়া হিসেবে মানেন সবাই। দেবতার কাজ মানুষের মঙ্গল কামনা ও মানবিক আচরণ করা।

কক্সবাজারে দীর্ঘ একযুগ ধরে এ পেশা অমানবিকতার আবরণে ঢেকে গেছে। কিন্তু মানবিক আচরণে সকল স্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে চিকিৎসকদের মূল কর্তব্যবোধ ফুটিয়ে তুলতে পুরোনো আবরণ ছেদ করতে হবে।   

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার নব নির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভায় সিভিল সার্জন এসব কথা বলেন।

রোববার বিকেলে বিএমএ কক্সবাজার কার্যালয়ে জেলা শাখার নব নির্বাচিত সভাপতি সিভিল সার্জন ডা. পু চু নু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক প্রতিনিধিরা একযোগে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

প্রথম সভায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি ডা. মো. রফিকুল হাসান, কোষাধ্যক্ষ ডা. আবদুন নুর বুলবুল, যুগ্ম সম্পাদক ডা. মো. আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ মারুফউর রহমান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. রনজন বড়ুয়া রাজন, দপ্তর সম্পাদক ডা. গোলাম মোস্তফা নাদিম, প্রচার ও জনসংযোগ সম্পাদক নোবেল কুমার বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক ডা. জাহাঙ্গীর মো. তোফায়েল উদ্দিন, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. এস.এম শাহেদুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. টুটুল তালুকদার, সদস্য ডা. সোলতান আহমেদ সিরাজী, ডা. মায়েনু, খোন্দকার আসাদুজ্জামান, ডা. খাইরুন্নেছা মুন্নি, ডা. সৈয়দ মোহাম্মদ সরওয়ার, ডা. শামীম আরা নুর, ডা. মুনতাহার মৌ, ডা. জাহিদুল মোস্তফা, ডা. এস.এম জামশেদুল হক, সেন্ট্রাল কাউন্সিলর ডা. আবু মোহাম্মদ তারেক আদনান, ডা. মো. মন্জুরুল হক জুয়েল, ডা. টিটু চন্দ্র শীল।

সায়ীদ আলমগীর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।