যশোরে মৌমাছির কামড়ে শিক্ষকের মৃত্যু


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৪ মার্চ ২০১৫

যশোরের বাঘারপাড়ায় মৌমাছির কামড়ে বাদশা মিয়া (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানকালে এ ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত বাদশা মিয়া যশোরের বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের টিনের চাউনিতে মৌমাছির বড় একটি চাক ছিল। স্কুল ছুটির পর এলাকার কয়েক যুবক ওই মৌমাছির চাক ভেঙ্গে ফেলে। এসময় স্কুলের সহকারী শিক্ষক বাদশা মিয়া সেখানে দাঁড়িয়ে ছিলেন। মৌমাছি দলবেঁধে এসে বাদশা মিয়ার শরীরে হুল ফুটায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে। বিকেল ৫টার দিকে তিনি মারা যান। যশোর ২৫০ শয্যা হাসাপাতালের চিকিৎসক নাজনীন নাহার নীলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।