হাতীবান্ধায় গরীব ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি কোচিং ব্যবস্থা


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৪ মার্চ ২০১৫

গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনা খরচে কোচিং সেন্টার চালু হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়।

শনিবার সকালে উপজেলার বড়খাতা রেল কলোনিতে প্রয়াস কোচিং সেন্টারের শুভ উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

এসময় অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার সমাজসেবকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সমাজ বদলের অধিকার, সবাই হব অংশীদার` স্লোগান নিয়ে প্রয়াস যুব উন্নয়ন প্রকল্পের পরিচালনায় এ কোচিং সেন্টারটি চালু করা হয়েছে।

স্থানীয় ১৩ জন শিক্ষক-শিক্ষিকা বিনা খরচে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেবেন। এখানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীর ভর্তি হতে পারবেন। পাশাপাশি কোর-আন শিক্ষার ব্যবস্থা চালু রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ জন ছাত্রছাত্রীকে প্রয়াস কোচিং সেন্টারের পক্ষ থেকে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।

আলোচনা সভায় প্রয়াস কোচিং সেন্টারের সভাপতি জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল, সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান এনাত উল্লাহ, সমাজ সেবক মোজাম্মেল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, স্বাগত বক্তব্য রাখেন প্রয়াস কোচিং সেন্টারের সম্পাদক মাহামুদুল হাসান রাশেদ প্রমুখ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।