সুন্দরগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক : বিক্ষোভ অব্যাহত
গাইবান্ধা-১ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জ পৌর এলাকায় সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে।
হরতাল চলাকালে ট্রেন অবরোধ, রেল, পাকা সড়কে গাছ, ইট ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে কোথাও ভাঙচুর বা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হরতালের কারণে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে আটকা পড়া দুটি ট্রেনের মধ্যে সান্তাহারের উদ্দেশ্যে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি (২০ ডাউন) বামনডাঙ্গা স্টেশন থেকে বিকলে সাড়ে ৫টায় ফিরে লালমনিরহাটে গেছে।
তবে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটির গন্তব্যস্থল লালমনিরহাটের উদ্দেশ্যে চলে যায়। ফলে গাইবান্ধা, বোনারপাড়া ও চৌধুরানীসহ গাইবান্ধার সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে হরতালের কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ৮টায় লোকাল ট্রেন (২০ ডাউর) ও দুপুর ১২টার দিকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে রাখে। এ সময় ট্রেন দুটি আটকে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ করে। এতে গাইবান্ধা রুটের চলাচলকারী শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
এছাড়া হরতালে গাইবান্ধা-বামনডাঙ্গা রেল রুট, বামনডাঙ্গা-নলডাঙ্গা পাকা সড়ক, লক্ষ্মীপুর-গাইবান্ধা পাকা সড়কের বালারছিরা নামক এলাকাসহ বেশ কয়েক জায়গায় ইট, গাছ ও টায়ারা জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এ কারণে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে এমপি লিটন হত্যার ঘটনার পর গোটা গাইবান্ধার জনসাধারণ প্রতিবাদে উত্তাল হয়ে উঠে। দিনভর হরতাল চলাকালে দফায় দফায় বিক্ষোভ মিছিল হয়। এছাড়া হরতালের শেষেও রোববার সন্ধ্যা ৬টার পর থেকে বামনডাঙ্গা এলাকার সর্বস্তরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নারী-পুরুষ লাঠি নিয়ে বিক্ষোভ করে।
হরতাল চলাকালে পৌর এলাকার সকল দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। এছাড়া বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার বন্ধ থাকা সকল দোকান-পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যালো পতাকা উত্তোলন ও দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কালোব্যাচ ধারণ করে।
বামনডাঙ্গা রেল স্টেশন মাস্টার মো. হাইউল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহারগামী লোকাল ট্রেনটি সকাল থেকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বামনডাঙ্গা রেল স্টেশনে অবস্থান করে। এছাড়া লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি দুই ঘন্টা আটকা পড়ে। পরে ট্রেন দুইটি ছেড়ে গেলে গাইবান্ধা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে বামনডাঙ্গা রেলস্টেশনে ট্রেন আটকা পড়ার ঘটনায় কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল জোরদার ছিল।
সংসদ সদস্য লিটন দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহতের ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সুন্দরগঞ্জ পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে এমপি লিটনকে বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জিল্লুর রহমান পলাশ/এআরএ/জেআইএম