নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে দু’জনের পরিচয় মেলেনি


প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৪ মার্চ ২০১৫

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার ভীমপুর নামক স্থানে ট্রাক-বরযাত্রীবাহী বাস ও টেম্পুর ত্রিমূখী সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের মধ্যে এখনও দুইজনের পরিচয় মেলেনি।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার বিকেল ৩টার দিকে মহাদেবপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, নওগাঁ সদর উপজেলার ফতেপুর গ্রামের গৌর চন্দ্রের ছেলে উত্তম সরকার (৩৫) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের সাইফুল ইসলামের ছেলে এনামূল (১৬)।

যাদের পরিচয় মেলেনি তাদের একজনের বয়স আনুমানিক ৬০ ও অপরজনের ৪৫ বছর। এদের মধ্যে উত্তম সরকার বর যাত্রীবাহী বাসে ও অপর ৩ জন টেম্পুর যাত্রী ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে মহাদেবপুর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, রাতে দুর্ঘটনার পর নওগাঁর ফায়ার সার্ভিসের ৩টি ও পুলিশের একাধিক ইউনিট রাতভর উদ্ধার কাজ চালায়। এ সময় ঘটনাস্থলে নিহত ৪ জনের লাশ উদ্ধার করেন তারা। আহতাবস্থায় আরো অন্তত ৩০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।

দুর্ঘটনা কবলিত বাস, ট্রাক, টেম্পু ও ২১টি গরুর মধ্যে ২০টি গরু উদ্ধার করে মহাদেবপুর থানায় নেওয়া হয়েছে। একই সাথে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর নামক স্থানে মান্দা গামী বর যাত্রীবাহী একটি বাসের সাথে নওগাঁগামী গরুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টেম্পুকে চাপা দিলে সেটি সড়কের পাশে খাদে উল্টে যায়। ট্রাকটি ২১টি গরু নিয়ে উল্টে যায় সড়কের অপর পাশে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় বাসে থাকা আরো ৩০ জন। এদিকে ট্রাকে থাকা ২১টি গরুর মধ্যে ১ গরু মারা গেছে। তবে দুর্ঘটনার পর থেকে যানবাহনগুলোর চালক-হেল্পারকে খুঁজে পায়নি পুলিশ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।