বাঙ্গালী সেতুর সংযোগ সড়কে ধস


প্রকাশিত: ০১:১০ পিএম, ১৪ মার্চ ২০১৫

সাঘাটা-ফুলছড়ি উপজেলা হতে গোবিন্দগঞ্জ-বগুড়া পৌঁছার গুরুত্বপূর্ণ বাঙ্গালী সেতুর সংযোগ সড়কের দু’পাশ ধসে পড়েছে। এতে করে তিন উপজেলার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, ধসের মুখে পড়া বাঙ্গালী নদীর উপর দেওয়ানতলা সেতুর সংযোগ সড়কটিতে যানচলাচল করছে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে বাস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা। এতে করে রাতের বেলায় চলাচলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সংস্কারে সময়মত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় যে কোনো সময় সেতুটি বাঙ্গালী নদীর পেটে চলে যেতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, গত বছর উজান থেকে নেমে আসা বন্যার পানির প্রবল চাপে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের অদূরে দেওয়ানতলা নামক স্থানে দুই উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালী নদীর উপরের দেওয়ানতলা সেতুর সংযোগ সড়ক ধসে যেতে শুরু করে। পরিস্থিতি বিপদজনক পর্যায়ে পৌঁছলে এলাকাবাসী স্ব-উদ্যোগে গাছ, বাঁশ ও বস্তা ফেলে প্রাথমিকভাবে মেরামত করে।

বর্তমানে নদীর পানি শুকিয়ে গেলেও সড়কের ধস মেরামতে কর্তৃপক্ষের কোনো নজর নেই। এভাবে ভাঙতে থাকলে কিছুদিনের মধ্যে এ সেতু ব্যবহার অনপুযোগী হয়ে পড়বে বলে এলাকাবাসীর ধারণা।

সড়কটি রক্ষায় দ্রুত কাজ শুরু করা হবে বলে গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী আহসান কবির জানান, ভাঙন ঠেকানোর জন্য ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।