যবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন


প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৪ মার্চ ২০১৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক পদে প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল নির্বাচিত হয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি পদে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক পদে সেকশন অফিসার (গ্রেড-২) মো. মাহামুদুন্নবী, সাংগঠনিক সম্পাদক পদে সহকারী গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে সহকারী টেকনিক্যাল অফিসার আসাদুজ্জামান নয়ন চৌধুরী, অর্থ সম্পাদক পদে সহকারী পরিচালক (হিসাব) জি, এম, দীন মোহাম্মদ ও নির্বাহী সদস্য পদে উপ-রেজিস্ট্রার আমিনুল হক, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক ও টেকনিক্যাল অফিসার হেলালুল ইসলাম।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।