বরিশালে আদালতে আগুন : প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন
বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে দুই সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার সকালে তারা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
দলের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ ও সহকারী রেজিস্টার ইসমাঈল হোসেন।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হকের নির্দেশে গত শুক্রবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, একজন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন সিনিয়র সহকারী জজ। কমিটিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী আহসান জানান, প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে দুই সদস্যের দলটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন। এছাড়া অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণ জানতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন বলে জানান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
প্রসংগত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের আদালত পাড়ার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি আধাপাকা ভবনে থাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিচারকের খাস কামড়া, দ্বিতীয় আমলী আদালত এবং বাবুগঞ্জ সহকারী জজ আদালতের সেরেস্তা (নথিখানা) পুড়ে যায়। সংশ্লিস্টদের হিসেবে আগুনে প্রায় সাড়ে ৩ হাজার মামলার নথি এবং আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া ফায়ার সার্ভিসের নির্বাপক পানিতে আরেকটি নথিখানা এবং ভিপি শাখার কিছু কাগজপত্র ভিজে ক্ষতিগ্রস্থ হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
এমএএস/পিআর