এমপি লিটন হত্যার ঘটনায় আটক ১০


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০১ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

রোববার বেলা সোয়া ১১টার দিকে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনার পর অভিযান চালিয়ে রাতেই তিনজনকে আটক করা হয়। এরপর গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত আরও সাতজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তিনি আটকদের নাম পরিচয় জানাতে অপারগতা জানান।

এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাসহ দুর্বৃত্তদের আটক করতে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান চালাচ্ছে।

জিল্লুর রহমান পলাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।