এমপি লিটনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কে কলার গাছ ফেলে অবরোধ করে।

শনিবার রাত ৯টার দিকে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলামের নয়নের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গার বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ করে।

বিক্ষোভে শেষে প্রতিবাদ সভায় এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্ব্বোচ শাস্তির দাবি জানানো হয়।

এদিকে, রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন গাইবান্ধা অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। তার সঙ্গে ছিলেন থানা পুলিশের ওসি ডিবি শামীম সর্দার, সুন্দরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত (ইউএনও) হাবিবুল আলমসহ স্থানীয় পুলিশ ও প্রশাসনের লোকজন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এমপি লিটনের গুলিবিদ্ধ বেড রুম ও আলামত দেখেন। হত্যাকারীদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনাক্তের চেষ্টা চালনো হচ্ছে বলে সাংবাদিকদের জানান।

এমপি লিটনের মরদেহ রংপুর মেডকেল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। রোববার সকালে তার মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর তার পরিবারকে হস্তান্তর করা হবে।

জিল্লুর রহমান পুলিশ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।