বেনাপোলে ৪০৬টি নকিয়া মোবাইল ফোন উদ্ধার


প্রকাশিত: ১০:১২ এএম, ৩১ ডিসেম্বর ২০১৬

যশোরের বেনাপোল-পুটখালি সড়কের গাতিপাড়া থেকে ভারত থেকে চোরাইপথে আসা ৪০৬টি নকিয়া মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। শনিবার সকাল ১০টার দিকে মোবাইল ফোনগুলো উদ্ধার হয়।

বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান,  চোরাকারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণ মোবাইল সেট নিয়ে বেনাপোলের দিকে  যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া নামক স্থানে অবস্থান  নেয় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারত থেকে আসা দুইজন চোরাকারবারি দুইটি বড় ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগে ৪০৬টি নকিয়া ব্রান্ডের মোবাইল পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মোবাইলগুলো বেনাপোল কাষ্টমস হাউজে জমা করা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।