খাগড়াছড়িতে জুয়াড়িদের হামলায় ৮ পুলিশ আহত


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৪ মার্চ ২০১৫

খাগড়াছড়ির কমলছড়িতে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে জুয়ারিদের হামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি), ওসিসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় জুয়ারীরা  সদর থানার ওসির গাড়িও ভাংচুর করে। এ ঘটনায় এখনো কেউ আটক করা সম্ভব হয়নি। তবে শনিবার সকালে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ ।

আহত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মেলা প্রাঙ্গণে জুয়ার আসর বসানোর খবর পেয়ে রাতে তারা অভিযানে যান। এসময় জুয়ারিদের ছোড়া ইটে সদর সার্কেলের এএসপি সারোয়ার আলমের মাথা ফেটে যায়। 

এসময় এএসআই তরুণ চাকমা, মোহাম্মদ বেলাল হোসেন, কনস্টেবল আবুল কালাম, নাজির হোসেন, রানা প্রতাপ ও মোহাম্মদ আরিফ ইট-পাটকেলে হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের সবাইকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।