দেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ভাসছে রূপসায়


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষার জন্য আরও যুদ্ধজাহাজ নির্মাণের পাশাপাশি বাণিজ্যিক ও অন্যান্য জাহাজ নির্মাণ করে অচিরেই বিদেশে রফতানি করার সক্ষমতা অর্জন করবে খুলনা শিপইয়ার্ড।

তিনি বলেন, দেশে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ রূপসা নদীতে ভাসছে। এটা আমাদের জন্য গৌরবের। এ সম্ভাবনাকে যথাযত কাজে লাগাতে হবে। পাশাপাশি সমুদ্রগামী জাহাজ নির্মাণ করে দেশের অফুরন্ত সমুদ্রসম্পদ আহরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা বাড়াতে হবে।

বৃহস্পতিবার সকালে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌ-বাহিনীর জন্য নির্মাণাধীন দুটি লার্জ পেট্রোল ক্রাফটের প্রথমটির লঞ্চিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খুলনা শিপইয়ার্ডে নির্মিত এ লার্জ পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজ বানৌজা দুর্গম একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এ জাহাজে রয়েছে, আধুনিক সামরিক সক্ষমতা। রয়েছে সারফেস টার্গেটের জন্য ৭৬ মি.মি ও ৩০ মি.মি. গান।

সারমেরিনের বিরুদ্ধে ব্যবহারের জন্য টর্পেডো লঞ্চার, সোনার সার্ভেল্যান্স রাডারসহ কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম। সর্বোচ্চ ২০ নটিক্যাল মাইল গতি ও ২০০০ নটিক্যাল মাইল সক্ষমতা সম্পন্ন জাহাজটি ৬৪ দশমিক ২০ মিটার দৈর্ঘ্য, ৯ মিটার প্রস্থ। এর গভীরতা ৫ দশমিক ২৫ মিটার। জাহাজটি চায়না ক্লাসিফিকেশন সোসাইটির মাধ্যমে ক্লাসিফাইড করা হয়েছে বলেও জানান তিনি।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।