পা দিয়ে লিখে জিপিএ-৩


প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফরিদপুরের নগরকান্দার শারীরিক প্রতিবন্ধী জসীম উদ্দীন। বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে জসীম জিপিএ-৩.১০ পেয়ে উত্তীর্ণ হয়।

সে নগরকান্দা নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। জসীম নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের কৃষক হানিফ মাতব্বরের ছেলে।

জসীমের মা তছিরন বেগম বলেন, ছেলেটি দুই হাত ছাড়াই জন্মগ্রহণ করে। লেখাপড়ার প্রতি আগ্রহ থাকায় তাকে স্কুলে ভর্তি করা হয়। শিক্ষকদের সহযোগিতায় দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লিখে পড়াশুনা করতো। আজকের ফলাফলে আমরা খুশি।

এ ব্যাপারে তালমা নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বলেন, ছেলেটি প্রতিবন্ধী হলেও তার লেখাপড়ার প্রতি প্রচুর আগ্রহ রয়েছে। গত জেএসসি পরীক্ষায় সে পা দিয়ে লিখে আজ যে ফলাফল করেছে এটা একটা দৃষ্টান্ত। জসিম উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে শিক্ষক হিসেবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এস.এম. তরুন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।