এবোলা সচেতনে চুয়াডাঙ্গা সীমান্তে সতর্কতা জারি


প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৩ আগস্ট ২০১৪

প্রাণঘাতী এবোলা ভাইরাস রুখতে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় বিশেষ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত চেকপোস্টে মেডিকেল টিম বসিয়ে ভারত থেকে আসা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের পরীক্ষাসহ সচেতন করা হচ্ছে।

দর্শনা সীমান্ত চেকপোস্টে কর্তব্যরত চিকিৎসক ডা. একরামুল হক জানান, সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি, পুলিশ ও কুলি সদস্যদের পরীক্ষা করা হয়েছে। এখন সীমান্ত পাড়ি দিয়ে আসা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের পরীক্ষা করা হচ্ছে। একই সাথে এবোলা ভাইরাসের ভয়াবহতার বিষয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে। তবে বুধবার পর্যন্ত ইবোলা ভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।