ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ‘নিউজ নেটওয়ার্ক’ কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন।
নিউজ নেটওয়ার্ক’র সম্পাদক মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, ওয়াশিংটন পোস্টের এশিয়া প্রতিনিধি ড. শাহরিয়ার হোসেন ও বার্তা সংস্থা এপি’র সাবেক ঢাকা ব্যুরো প্রধান ফরিদ হোসেন।
এমএএস/আরআই