স্ত্রীর স্বজনদের পিটুনিতে প্রাণ হারালো বর


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১২ মার্চ ২০১৫

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রথম স্ত্রীর স্বজনদের পিটুনিতে গণেশ নাথ (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ভূজপুর থানার সুয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসি জানান, গণেশ এর আগে তিনটি বিয়ে করেছেন। বৃহস্পতিবার তিনি চতুর্থ বিয়ে করতে যাচ্ছিলেন। এ কারণে প্রথম স্ত্রীর স্বজনরা বুধবার সন্ধ্যায় ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, বৃহস্পতিবার সকালে গনেশের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই প্রথম স্ত্রীর স্বজনরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।