রুমায় আগুনে পুড়ে গেছে ১৪টি বসতঘর


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১২ মার্চ ২০১৫

বান্দরবানের রুমা উপজেলায় চুলার আগুনে ১৪টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দূর্গম ২ নং সদর ইউনিয়নে মাংলাই গ্রো পাড়ায় এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক পাহাড়ি ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে ১৪ ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াই চিং বলেন, কার বাসা থেকে আগুনের সূত্রপাত হয়েছে দূর্গম এলাকা হওয়ার কারণে জানা যায়নি। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে ।

এছাড়াও রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।