রাজশাহীতে জামায়াত নেতা গ্রেফতার
রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় তানোর উপজেলা কলমা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য সেকেন্দার আলীকে (৪২) গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিল্লি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
তানোর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় তানোর উপজেলা সদর থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে দুস্কৃতকারীরা পেট্রলবোমা হামলা চালায়। হামলায় নারী ও শিশুসহ ১৫ যাত্রী আহত হয়।
এমএএস/আরআই