ঠাকুরগাঁওয়ে দুই শিশুর বিয়ে : বাবা-মা আটক
ঠাকুরগাঁওয়ে এক বছরের মেয়ে শিশু ও ২ বছরের ছেলে শিশুকে বিয়ে দিতে গিয়ে বাবা-মাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সালন্দর শাহী নগর তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহী নগর গ্রামের সালাম মিয়া (৬৫) তার দুই ছেলেকে তাদের ২ শিশু সন্তানের মধ্যে বিয়ে দিতে বলে। সে অনুযায়ী বড় ভাই মানিক তার এক বছরের মেয়ে জুই ও ছোট ভাই বিপ্লব তার ২ বছরের ছেলে নূরের সঙ্গে বৃহস্পতিবার বিয়ের আয়োজন করে।
এদিকে বাল্য বিয়ের এ ঘটনা দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে মেয়ের বাবা মানিক ও তার স্ত্রী রেখাকে (২৮) আটক করে। তবে পুলিশ আসার খবর পেয়ে ছেলের বাবা বিপ্লব ও তার স্ত্রী বেবী আক্তার পালিয়ে গেছে।
এলাকাবাসী সাদেক জানায়, সালাম মিয়ার সম্পত্তি যেন অন্যের হাতে না যায় এজন্যই তারা এ ব্যবস্থা করেছে।
সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জানান, বাল্য বিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। আমরা ইউনিয়ন পরিষদ থেকে বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক কাজ করে যাচ্ছি।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের খবর পেলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করেন। এ সময় দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এমএএস/আরআই