বগুড়ায় বাসচাপায় নিহত ৩


প্রকাশিত: ১২:১২ পিএম, ১২ মার্চ ২০১৫

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় মা ও মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও একজন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের আয়েন উদ্দিন শেখের স্ত্রী বেহারন বিবি (৭০) ও তার মেয়ে ছবুরা বিবি (৫০) এবং একই গ্রামের আজিজুল হকের ছেলে জেল হোসেন (৪০)।

আহতদের মধ্যে অটোরিকশার চালকের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার বিশ্বা গ্রামের নজরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম শফি (৩০)। আহত অপর যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাশমি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।