সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১২ মার্চ ২০১৫

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে নলকা এলাকায় ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত
হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু আহমেদ, কনস্টেবল রফিকুল, সোহেল রানা ও রাজীবুল। গুরুতর আহত অবস্থায় তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সকালে একটি হলুদ পিকআপে নলকা এলাকায় হরতাল-অবরোধের দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক তাদের বহনকারী পিকআপটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোস্তাফিজুর নিহত হন। মোস্তাফিজুর জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গোদাবাড়ি এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।