খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


প্রকাশিত: ০৩:৪২ এএম, ১২ মার্চ ২০১৫
ফাইল ছবি

খুলনার কয়রায় সুন্দরবনসংলগ্ন হংসরাজের চরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  হাসান আলী ছানা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বনদস্যু বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি বন্দুক, তিনটি পাইপগান ও ১০ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।

খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্যামনগরের গাবুরা এলাকা থেকে অভিযান চালিয়ে রাঙা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান আলী সানাকে গ্রেফতার করে কয়রা থানা পুলিশ। পথিমধ্যে আগে থেকে অবস্থান নেওয়া জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক সময় জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে জলদস্যু হাসান আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।