বরিশালে স্ত্রী নির্যাতনকারী এসআই’র বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১১ মার্চ ২০১৫

বরিশাল নগরীতে কিশোরী স্ত্রীকে বাসায় আটকে রেখে নির্যাতন করার অভিযোগে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেছের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ওয়ারেছের স্ত্রী হাবিবা আক্তার মারুফার মা মাহমুদা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে কাউনিয়া থানায় এ মামলা দায়ের করেন।

এসআই’র বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি  থানা কর্তৃপক্ষ প্রথমে চেপে যেতে চান। তবে খবরটি বুধবার বিকেল নাগাদ ছড়িয়ে পরে।

সন্ধ্যায় মুঠো ফোনে যোগাযোগ করা হলে কাউনিয়া থানা পুলিশের ওসি (অপারেশন) মাহবুব হোসেন এসআই ওয়ারেছের বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার অভিযোগ তদন্ত করে ওয়ারেছের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্তের দায়িত্বভার দেয়া হয়েছে কাউনিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মো. সেলিমকে। এসআই ওয়ারেছ বর্তমানে পুলিশ লাইন্সে ক্লোজড রয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্ত্রী নির্যাতনকারী ওয়ারেছের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে তাগিদ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, এসআই ওয়ারেছের স্ত্রী হাবিবা আক্তার মারুফা ৮ম শ্রেণির ছাত্রী। একটি মামলার তদন্ত কাজে গিয়ে পরিচয়ের সূত্রধরে বিভিন্ন প্রভোলন দেখিয়ে নগরীর সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা মাহমুদা বেগমের মেয়ে স্কুলছাত্রী হাবিবাকে বিয়ে করে ওয়ারেছ। এটি এসআই ওয়ারেছের তৃতীয় বিয়ে।

নগরীর কাউনিয়া চৌধুরী পাড়া এলাকায় ভাড়া বাসায় কিশোরী স্ত্রী হাবিবাকে দীর্ঘদিন নির্যাতন চালিয়ে আসছিল এসআই ওয়ারেছ। কর্মস্থলে যাওয়ার সময় হাবিবাকে ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে যেতো ওয়ারেছ। মা মাহমুদা বেগমের কাছ থেকে অভিযোগ পেয়ে মহিলা আইনজীবী সমিতির সহায়তায় কাউনিয়া থানা পুলিশ গত ৫ মার্চ হাবিবাকে ওই বাসা থেকে উদ্ধার করে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।