যশোরে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
যশোর সীমান্তের বেনাপোল ও চৌগাছার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৫ লাখ ৮৭ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, সোমবার সারাদিন বেনাপোলের আমড়াখালী, সাদিপুর, বেনাপোল বাজার, কাগজপুকুর ও চৌগাছার কাবিলপুর এলাকায় অভিযান চালিয়ে এ সব ভারতীয় পণ্য জব্দ করা হয়। তবে, এ সময় কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় মদ, থ্রীপিস, থান কাপড়, শাড়ী, ইমিটেশন, কসমেটিকস, মোবাইল ফোন সেট, বেবী ড্রেস, স্টীলের বল, অরিও বিস্কুট, চকলেট, ও পলিথিন। জব্দ পণ্য যশোর, বেনাপোল শুল্ক গুদামে এবং মাদকদ্রব্য চৌগাছা থানায় জমা করা হয়েছে।