চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ ট্যাক্সিচালকের মৃত্যু


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১০ মার্চ ২০১৫

ঝড়ে পড়লো আরো একটি প্রাণ। বাঁচানাে গেল না তাকেও। পেট্রলবোমায় দগ্ধ হয়ে এবার না ফেরার দেশে চলে গেলেন অটোরিকশা চালক সাবের আহম্মেদ (২৮)। তিনি গত ৪ মার্চ চট্টগ্রামের হাটহাজারির মীর্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসা এলাকায় পেট্রলবোমায় দগ্ধ হয়েছিলেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।

সাবেরের সাথেই দগ্ধ হওয়া রনজিৎ নাথ বৃহস্পতিবার রাতে মারা যান। সাবেরের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মোহাম্মদ খালেদ জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার পর তাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল।  আজ সকাল ৮টার দিকে ট্যাক্সিচালকের মৃত্যু হলো।

এদিকে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাঈম হাসান পেট্রলবোমা নিক্ষেপের বিষয়ে জানিয়েছেন, আমরা এই মামলায় কামাল হোসেন ও ইকবাল হোসেন নামের স্থানীয় দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছি। গতকাল সোমবার আদালতে জবানবন্দিতে তাঁরা এ হামলায় নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছেন।

সাবেরর চারবছর বয়সী ছেলে ও ১২ দিন বয়সী মেয়ের বাবা সাবের। ঘটনার এক সপ্তাহ আগে কন্যা সন্তানের বাবা হন তিনি।

এমজেড/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।