বাগেরহাটে মিষ্টির দাম নেয়নি দোকানিরা


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৯ মার্চ ২০১৫

বাগেরহাটের ছেলে ক্রিকেটার রুবেলের বোলিংয়ে ইংল্যান্ডের শেষ উইকেট উপড়ে যাওয়ার সাথে সাথেই বাগেরহাট পরিণত হয় মিছিলের শহরে। শহরের বিভিন্ন দিক থেকে ঢোল-ডগর ও বাদ্দের তালে তালে খণ্ড-খণ্ড মিছিল বের হতে থাকে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা নেচে-গেয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে রুবেল-রুবেল ও বাংলাদেশ-বাংলাদেশ স্লোগান দিয়ে শহর মাতিয়ে তোলে। এসময় মিষ্টির দোকানিরা তাদের সব মিষ্টি মিছিলকারীদের মাঝে বিলিয়ে দেয়। মূহুর্তের মধ্যে শেষ হয়ে যায় শহরের সকল দোকানের মিষ্টি। সন্ধায় এ রির্পোট পাঠানো পর্যন্ত বাগেরহাট শহরময় আনন্দ মিছিল চলছিলো।

বাগেরহাট শহরের বাসাবাটী এলাকায় রুবেলের বাড়িতে এ সময়ে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করতে থাকে। রুবেল তার যোগ্যতা দিয়েই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ায় রুবেলের বড় ভাবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এই জয়ের পর রুবেলের ভাবী তাদের বাড়িতে আশা রুবেল ভক্তদের মিষ্টি খাওয়ান।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।