দেশে কোনো খাদ্য সঙ্কট নেই : কামরুল


প্রকাশিত: ১১:৫০ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় খাদ্যের ঘাটতি ছিল। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন। দেশে এখন কোনো খাদ্য সঙ্কট নেই। আমরা এখন খাদ্য রফতানি করছি।

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে আমন চাল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলেছিলেন তিনিই এখন বাংলাদেশের প্রধামন্ত্রীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন।

কামরুল ইসলাম বলেন, প্রধামন্ত্রীর প্রতিশ্রুতি ১০ টাকার চাল নিয়ে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। সামনেও এ ধরনের অনিয়ম করলে কোনো ছাড় দেয়া হবে না।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে ২৬ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। এখন অভ্যন্তরীন চাহিদা মিঠিয়ে ২২ লাখ মেট্রিকটন খাদ্য মজুদ আছে।

খাদ্য পরিদর্শকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা জনগণের মনিব নন সেবক। সেবক হিসেবে সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে।  

এসময় খাদ্য মহাপরিদর্শক বদরুল আহসান, চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন, আঞ্চলিক খাদ্য পরিদর্শক আবদুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

জীবন মুছা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।