এবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোলে রেড এলার্ট


প্রকাশিত: ০৯:১১ পিএম, ১২ আগস্ট ২০১৪

এবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোল পুলিশ ইমগ্রেশন, বন্দর এবং কাস্টমস চেকপোস্টে রেড এলার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ রেড এলার্ট কার্যকর রয়েছে।

এ ছাড়া বিশেষ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চার সদস্যের একটি চিকিৎসকদল সকাল থেকে ভারত গমনাগমনকারীদের পাসপোর্টসহ তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে। ইবোলা ভাইরাস বহনকারী কোন রোগী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে- সে বিষয়ে কঠোর প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট এলাকায় রেড এলার্ট জারি করা হযেছে। বিশেষ করে লাইবেরিয়া, নাইজেরিয়া, গিনিসহ দক্ষিণ আফ্রিকার দেশ থেকে আসা যাত্রীদের ওপর সর্বোচ্চ সতর্কাবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ভারত গমনাগমনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা ও নজরদারি বাড়ানো হয়েছে।

চিকিৎসক দলের প্রধান ডা. হাসনাত আনোয়ার জানান, বেনাপোল চেকপোস্টে ভারত গমনাগমনকারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে ইবোলা ভাইরাসের কোন লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।