সুন্দরবনে ১৩ হরিণ শিকারী আটক


প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১২ আগস্ট ২০১৪

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে পৃথক অভিযান চালিয়ে হরিণের চামড়া, মাংস, মাথা, হরিণ ধরার ফাঁদ, বিষ ও ট্রলারসহ ১৩ জনকে আটক করেছে  বন বিভাগ ও কোস্টগার্ড। মঙ্গলবার মধ্যরাত থেকে ধাবড়ী খাল, ডিমের চর ও পক্ষিদিয়ার চরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
 
আটককৃতরা সবাই চোরা শিকারী বলে দাবি করেছে বনবিভাগ ও কোস্টগার্ড। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন ধাবড়ী খালে অভিযান চালিয়ে হরিণ ও মাছ শিকারে ব্যবহৃত বিষসহ ৩টি নৌকা ও ৪ শিকারীকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- মিন্টু গাজী (২৫), নুরূল হক সরদার (২৫), বাবুল গাজী (২২), ফারুক ইসলাম (২৫), শাহজাহান মাঝি (৪০), হাসান হাওলাদার (৩৬), ফরিদ আহম্মেদ (৩০), কাদের মীর (৪৫), খায়রুল ইসলাম (২৫), সোনা মিয়া (৪০), বাদশা শিকদার (৫৫), হানিফ মীর (৫০) ও  আবু বক্কর সিদ্দিক (২৫)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।