শিক্ষক শফিউল হত্যা : বরখাস্ত হলেন রেশমা


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৭ মার্চ ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার নাসরিন আখতার ওরফে রেশমাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক জানান, ঘটনার পর থেকে নাসরিন আখতার রেশমা কর্মস্থলে যাননি। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেশমা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের সহকারী সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, শনিবার মহানগর মুখ্য হাকিম আদালতে রেশমাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত রিমান্ডের শুনানির দিন ধার্য না করেই তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে রেশমাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধ্যাপক শফিউল হত্যার ঘটনায় রেশমা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। আপাতত তার দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

শফিউল হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের হাতে আটক ‘মূল পরিকল্পনাকারী’ আবদুস সামাদ ওরফে পিন্টুর স্ত্রী রেশমা।

হত্যাকাণ্ডের পর সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, রেশমার সঙ্গে অধ্যাপক শফিউলের ‘অসৌজন্যমূলক আচরণের’ কারণেই হত্যার পরিকল্পনা করেন সামাদ।

উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।