পুলিশকে মারধর : স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৭ মার্চ ২০১৫

পটুয়াখালীর দুমকি থানায় কর্মরত এএসআই মো. আউয়াল হোসেনকে থানার অভ্যন্তরে মারধর করার সময় মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। বাশার দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ হাওলাদারের ব্যক্তিগত সহকারী ছিলেন।

দুমকি থানা পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আউয়াল হোসেন জানান, উপজেলার জলিসা গ্রামের জালাল শরীফ নামের এক ব্যক্তি সকাল ১০টার দিকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আবুল বাশার নামের এক ব্যক্তি তার জমিতে জোরপূর্বক বসতঘর তুলছে বলে উল্লেখ করা হয়। বাদীর অভিযোগের ভিত্তিতে জমির মূল মালিক একই গ্রামের আব্দুল জব্বারের কাছে মোবাইলে জানতে চান তিনি (আউয়াল)। খবর পেয়ে আবুল বাশার মোটরসাইকেল যোগে দুই সহযোগীসহ দুমকি থানায় হাজির হয়ে এএসআই আউয়ালকে গালমন্দ করতে থাকে। এসময় আউয়াল প্রতিবাদ করলে বাশার তাকে কিল-ঘুষি মারতে থাকে। এতে আওয়ালের জামা ছিড়ে যায় এবং তিনি আহত হন। এসময় এএসআই আউয়াল বাশারকে আটক করে ওসির কক্ষে নিয়ে যায়।

দুমকি থানা পুলিশের সেকেন্ড অফিসার (দায়িত্বরত ওসি) এসআই মো. হেমায়েত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বাহিরে আছি। এএসআই আউয়াল বিষয়টি আমাকে জানিয়েছেন। বাশারকে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি জানার জন্য পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান’র সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।