গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানবন্ধন


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৭ মার্চ ২০১৫

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজারে ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক এরশাদ আলীকে (২৮) গ্রেফতারের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শহরের ডিবি রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন নারী সংগঠন, সামাজিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, আমাতুর নুর ছড়া, রিকতু প্রসাদ, প্রমতোষ সাহা, চুণি ইসলাম, শিরিণ আক্তার লিজা, পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, দীপক পাল, শিরিণ আকতার, জিয়াউল হক জনি, প্রবীর চক্রবর্তী, মির্জা হাসান, নিলুফার ইয়াসমীন শিল্পী, অ্যাডভোকেট জিএসএম আলমগীর, অ্যডভোকেট পলাশ, আব্দুল রউফ, আফরোজা বেগম লুপু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৮ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত অপরাধীদের ধরছে না পুলিশ। অবিলম্বে ধর্ষককে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে এক সন্তানের জনক অটোরিকশা চালক এরশাদ আলি তার উপর পাশবিক নির্যাতন চালায়। গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।