নাসিক নির্বাচন : বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ ১৯ থেকে ২৫ ডিসেম্বর


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৬

আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের লাইসেন্সধারী অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিকের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে জেলা প্রশাসক রাব্বি মিয়া এমন ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি দ্বিতীয় নির্বাচন। মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮। গতবারের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে প্রায় পৌনে এক লাখ।

শাহাদত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।