বান্দরবানে সেনাবাহিনীর ডাম্পার উল্টে নিহত ২


প্রকাশিত: ০১:২০ পিএম, ০৭ মার্চ ২০১৫

বান্দরবানের থানচি আলিকদম সড়কে সেনাবাহিনীর ডাম্পার উল্টে দুই জন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার বিকেলে থানচির সাড়ে ১৯ কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, রফিক আহমেদ (২৫) ও সাকের আহমেদ (৩০)। এসময় আরো ৪ জন আহত হয়েছেন।  

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সেনাবাহিনীর ডাম্পারটি আলিকদম থানচির নতুন রাস্তা নির্মাণ করার সময় পাহাড়ের উপর থেকে নিচে নামছিল। এসময় যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কাজ করা অবস্থায় ডাম্পারটি শ্রমিকদের উপর পড়লে ঘটনাস্থলেই ২ জন মারা যায় এবং অপর ৪ জন আহত হয়।

আহতরা, হল সেনবাহিনীর সদস্য আসাদ (ড্রাইবার), জোসিফ (ড্রাইভারের সহযোগী) এবং নির্মাণ শ্রমিক জাকিরুল ও নরুল ইসলাম। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

আলিকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।