বোনের শ্লীলতাহানি : মিমাংসা অনুষ্ঠানে যুবককে হত্যা করলো ভাই


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৭ মার্চ ২০১৫

পটুয়াখালীর বাউফল উপজেলায় বোনের শ্লীলতাহানি নিয়ে আয়োজিত সালিশ-মিমাংসায় ফিরোজ হওলাদার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার ভাই।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের লক্ষিপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ ফিরোজের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এবং এ ঘটনায় কিশোরীর ভাই রিপন ও তার সহযোগি খলিলকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রিপনের বোন গত বৃহস্পতিবার বাড়ির পাশে এক অনুষ্ঠানে বেড়াতে যায়। সেখানে তার গতিরোধ করে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে ফিরোজ ও তার কয়েকজন বন্ধু।

পরে ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনা জানার পর ওই কিশোরীর ভাই রিপন ঢাকা থেকে এলাকায় ফিরে তার বোনকে বিয়ে করার জন্য ফিরোজকে চাপ সৃষ্টি করে। পরে পারিবারিক ভাবে বিষয়টি নিয়ে মিমাংসা সিদ্ধান্ত হয়।

শনিবার সকাল ১০টায় এ ঘটনা নিয়ে স্থানীয় গণ্যমান্যরা মিমাংসায় বসে । এসময় গণ্যমান্য ব্যক্তিরা ওই কিশোরীকে বিয়ে করার জন্য ফিরোজকে চাপ দেয়। কিন্তু, ফিরোজ ক্ষিপ্ত হয়ে একটি দা নিয়ে ওই কিশোরীর ভাই রিপনকে আঘাত করার চেষ্টা করে। এসময় ফিরোজের হাত থেকে রিপন ও তার সহযোগি খলিল দা নিয়ে তাকে পাল্টা আঘাত করলে ঘটনাস্থলেই ফিরোজ মারা যায় । পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রিপন ও খলিলকে আটক করে।

অন্যদিকে এ ঘটনার পরপরই রিপনের বাড়িতে ব্যাপক লুটপাট চালায় নিহত ফিরোজের স্বজনরা।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।