ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের হামলায় প্রাণের মার্চেন্ডাইজার নিহত


প্রকাশিত: ১০:৪০ এএম, ০৭ মার্চ ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিনতাইকারীদের হামলায় প্রাণ-আরএফএল গ্রুপের এক মার্চেন্ডাইজার নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে শহরের পিটিআই স্কুল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

নিহত শফির উদ্দিন ভূইয়ার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী বিপণনকর্মী এখলাসুর রহমান জানান, শনিবার দুপুর ২টার দিকে ৫-৭ জনের একটি দল শফিরের উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। আহতবস্থায় শফিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শফির উদ্দিন দু`মাস আগে প্রাণ-আরএফএল গ্রুপে মার্চেন্ডাইজার হিসেবে যোগদান করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জাগো নিউজকে বলেন, কয়েকজন ছিনতাইকারী শফির উদ্দিনের উপর হামলা চালায় বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএ/এএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।