সুনামগঞ্জে হত্যামামলায় ৫ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১২ আগস্ট ২০১৪

সুনামগঞ্জে চাঞ্চল্যকর তাজুল হত্যা মামলায় চার সহোদরসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।

এছাড়া তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

‌সাজাপ্রাপ্তরা হলেন- দিরাই উপজেলার চর্ণারচর ইউনিয়নের লোলুয়ার চর গ্রামের  আজগর আলীর ছেলে ওসমান আলী, জিলানী , আলী আহমদ ও আলী আমজাদ এবং একই গ্রামের শুকুর আলীর ছেলে রুহুল আমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।