বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৫


প্রকাশিত: ০৫:১৩ এএম, ০৭ মার্চ ২০১৫

বগুড়ায় শহরের রংপুর-ঢাকা মহাসড়কের বাঘোপাড়া এলাকায় ট্রাকচাপায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শনিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া বাঘোপাড়া দক্ষিণপাড়ার চাঁন্দু মিয়ার ছেলে শান্ত (৪০), তার বোন আফরোজা (২৩), ভাগ্নে নুরুল ইসলাম (৩), ঠেঙ্গামারা গ্রামের আহম্মদ আলী (৬৫) ও মাখরাজ খানের ছেলে লয়া মিয়া (৫৫)। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক বাঘোপাড়া বাজার অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বাজারে ঢুকে যায়। এ সময় ট্রাকের চাপায় এক রিকশাচালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।