কুমিল্লায় ২৫টি পেট্রলবোমা উদ্ধার


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ০৭ মার্চ ২০১৫

কুমিল্লা সদর উপজেলার বালুতুপা এলাকা থেকে ২৫টি পেট্রলবোমা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
 
বিজিবি-১০ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল বালুতুপা এলাকায় অভিযান চালায়।

এ সময় রাস্তার পাশ থেকে ২৫টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। নাশকতার জন্য কিছু দুষ্কৃতকারী পেট্রলবোমাগুলো এখানে জড়ো করেছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মোহাম্মদ মোখলেসুর রহমান।
 
বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।