বরিশালে পেট্রলবোমায় ট্রাক চালক দগ্ধ


প্রকাশিত: ০২:৪৬ এএম, ০৭ মার্চ ২০১৫

বরিশাল নগরীর রুপাতলীতে দুবৃর্ত্তদের ছোড়া পেট্রলবোমায় ট্রাকচালক মিজান চৌকিদার (৫০) দগ্ধ হয়েছেন।  তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল-দপদপিয়া সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ ট্রাক চালক মিজান চৌকিদার পটুয়াখালি জেলার ছোটবিঘাই গ্রামের অপু চৌকিদারের ছেলে ।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, রাত সাড়ে ১১টার দিকে সিমেন্ট বোঝাই ঢাকা-ড-১৯৫২ নম্বরের ট্রাকটি দপদপিয়াস্থ এ্যাংকর সিমেন্টের কারখানা থেকে নগরীর চৌমাথা এলাকার হাওলাদার এন্টারপ্রাইজের উদ্দেশ্যে যাচ্ছিল।

বরিশাল- দপদপিয়া (পুরাতন ফেরিঘাট) সড়কের সোনারগাঁও টেক্সটাইল মিলের কাছাকাছি আসা মাত্র ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের জানালা ভেঙে ভেতরে আগুন ধরে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ট্রাকটিকে নামিয়ে দেন এবং দগ্ধ হন। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে এবং চালককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।