জিহাদী বইসহ ১৩ শিবিরকর্মী আটক


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৬ মার্চ ২০১৫

রাজশাহীতে জিহাদি বইসহ ১৩ শিবিরকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ঘোষপাড়া মোড়ের রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ ১৩ জনকে আটক করা হয়। শুক্রবার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা সবাই শিবিরের রাজনীতি করে বলে স্বীকার করেছে। তবে তারা কে কোন পদে আছে তা জানা যায় নি। তবে এরা বিভিন্ন সময়ে সংগঠিত নাশকতার সঙ্গে জড়িত। পরবর্তীতে প্রয়োজন হলে তাদের রিমান্ডে আনা হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।