‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ভাঙচুর-লুটপাট
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা বাজারসহ আশপাশের দোকানপাটে পুলিশের উপস্থিতিতে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় এক ব্যবসায়ীর হাতের আঙ্গুল কেটে নিয়েছে হামলাকারীরা। এ ছাড়া মুন্না ও আজাদসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে স্থানীয় যুবলীগ ‘সন্ত্রাসী’ পাভেল ও নাজেরের নের্তৃত্বে কয়েকজন যুবক খুলশী বাজার ও ঝাউতলা ডিজেল কলোনিতে (বিজিএমইএ ভবন এলাকা) বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করায় তারা হুমকি দিয়ে চলে যায়। পরে রাত পৌনে ৯টার দিকে নাসিরাবাদ এমইএস কলেজ এলাকা থেকে শতাধিক যুবলীগকর্মী লাঠিসোটা, হকিস্টিক ও ধারালো কিরিচ নিয়ে মিছিল করে ঝাউতলা বাজারে যায়। এরপর বিভিন্ন দোকানপাটে এলোপাতাড়ি হামলা ও লুটপাট চালিয়ে ভাঙচুর করে তারা। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন। তাদের মধ্যে আজাদ নামে এক ফার্মেসি দোকানদারের হাতের আগুল কেটে নেয় তারা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঝাউতলা মাঠে রাখা একটি গাড়িও ভাঙচুর করেছে। হামলা চলাকালে খুলশী রোড়ে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।