দিনাজপুরে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব


প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৬ মার্চ ২০১৫

‘নির্মল আকাশে উড়াই ঘুড়ি-এসো আলোকিত সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে  দিনাজপুরে পালিত হলো ঘুড়ি উৎসব।

বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহযোগিতায় ও দিনাজপুর ঘুড়ি উৎসব কমিটির আয়োজনে শুক্রবার বিকালে স্থানীয় বড় ময়দানে আয়োজন করা হয় এই ঘুড়ি উৎসবের।

ঘুড়ি উৎসবে ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন দেশের প্রায় ১০০টি রং-বেরঙের বিভিন্ন সাইজের ঘুড়ি প্রদর্শন ও উড়ানো হয়। স্থানীয়ভাবে নানা বয়সের দেড় শতাধিক প্রতিযোগি আনন্দমূখর পরিবেশে ঘুড়ি উড়ানো ও কাটাকাটির উৎসবে মেতে উঠে।

শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল সবচাইতে বেশি। শিশুরা তাদের বাবা-মার হাত ধরে ঘুড়ি উড়ানোর আনন্দে নিজেদের শরিক করার জন্য সমবেত হয় উৎসব প্রাঙ্গণে। কিছু বয়স্ক লোক রঙিন ঘুড়ি নিয়ে নির্মল আকাশে আনন্দ ছড়িয়ে দেন।

ঘুড়ি উৎসব উপলক্ষে স্থানীয় শিশু একাডেমিতে আয়োজন করা হয় ঘুড়ি বিষয়ক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর পরে ঘুড়ি কাটাকাটি প্রতিযোগীতার উদ্ভোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ শামীম আল রাজি। এই প্রতিযোগীতায় প্রায় শতাধিক স্থানীয় শিশু-কিশোরেরা অংশগ্রহণ করে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। ঘুড়ি উৎসব উপলক্ষে ভৈরবী সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।