চুয়াডাঙ্গায় সাড়ে সাত লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৬ মার্চ ২০১৫

চুয়াডাঙ্গায় জেলার বিভিন্ন সীমান্তে দুই দফা অভিযান চালিয়ে সাত লাখ ৪৯ হাজার ২০০ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ ও ফেনসিডিল।

এসব মাদকদ্রব্য অবৈধপথে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানিয়েছে আটকরা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, ‘শুক্রবার সকাল সাতটার দিকে দামুড়হুদা উপজেলার কুতুবপুর মাঠ ও জীবননগরের উথলী চোরাকাটা মাঠ থেকে চার লাখ ৩৩ হাজার ২০০ টাকা মূল্যের ৭০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। চোরাকারবারিরা বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় বিজিবির টহলদলকে দেখে এসব মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।’
 
তিনি আরো জানান, এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উথলী মাঠ থেকে বিজিবি সদস্যরা ২০ বোতল ফেনসিডিল ও একটি পাওয়ার ট্রলার গাড়ি জব্দ করে। যার মূল্য তিন লাখ আট হাজার টাকা। একইদিন রাত ৮টার দিকে খোসালপুর মাঠ থেকে বিজিবি সদস্যরা আট হাজার টাকা মূল্যের ২০ বোতল ফেনসিডিল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।