যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দশজনে। ঢাকা-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছার গদখালির কাছে রজনীগন্ধ্যা পেট্রোলপাম্পের পাশে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
পরে হাসপাতালে নেওয়ার পথে এবং ভর্তি করানোর পরে আরও চারজন মারা যান। ঝিকরগাছা থানায় ছয়জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃতদেহ রয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। যাত্রীদের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ওই সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটে।