টেকনাফে ৭৫ হাজার ইয়াবাসহ আটক ২


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০৫ মার্চ ২০১৫

টেকনাফে ৭৫ হাজার ইয়াবা ও একটি কাভার্ডভ্যানসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের লেদা এলাকায় গাজীপুরের টঙ্গীগামী ১টি কার্ভাড ভ্যানে  অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় গাড়ী চালক ভোলার রাশেল মিয়া (৪৩) ও হেলপার মাদারীপুর জেলার তুহিন (১৯)।

বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, লেদা বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা কার্ভাডভ্যানটি থেকে ২কোটি ২৫ লক্ষ ৮৭হাজার টাকা মুল্যের ৭৫ হাজার ২৯০ টি ইয়াবা উদ্ধার করে। এসময় গাড়ী চালক ও হেলপারকে আটক করা হয়। ইয়াবা ও আটক দুই ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

এসএইচএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।