আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩৫


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৪ মার্চ ২০১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার খড়িয়ালা এলাকায় সিএনজি অটোরিকশার স্ট্যান্ড নিয়ে স্থানীয় হাজী আবু তাহের মিয়ার সাথে একই উপজেলার বগইল গ্রামের নূর ইসলামের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।