সাংবাদিকের উপর হামলা : মামলা নিচ্ছেনা পুলিশ


প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৪ মার্চ ২০১৫

সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সাংবাদিক ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ।

গত মঙ্গলবার সকালে সন্ত্রাসী হামলা হওয়ার পর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অজ্ঞাত কারণে মামলাটি নথিভুক্ত না করায় উল্টো বিপদের আশঙ্কা করছেন সাংবাদিক ওমর ফারুক।

এ ব্যাপারে ওমর ফারুক অভিযোগ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. জালাল উদ্দিন, আজাহারুল ইসলাম পিচ্ছি, ও মেহেদী হাসান টুটুল অজ্ঞাতনামা লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে ও আমার ভাই হারুনের উপর হামলা চালায়। পরে আমাদের চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসায় সন্ত্রাসীরা মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলাটি নথিভুক্ত না করে উল্টো সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করায় চড়ম বিপাকে পড়েছেন তিনি।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া জানান, আপনারা দুই পক্ষকে বসে বিষয়টি মিমাংসা করার প্রস্তাব দেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।